গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে চুক্তির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরইমধ্যে বিষয়টি মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদেরও জানিয়েছে গোষ্ঠীটি।
সোমবার (৭ মে) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হামাস। তবে ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, মিসরের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে, তা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে হামাস বলেছে, গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ কাতারের প্রধানমন্ত্রী মিসরের গোয়েন্দাপ্রধানকে তাদের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির বিষয়ে জানিয়েছেন। তবে এতে বিস্তারিত কিছু বলা হয়নি। হামাস এই দাবি করলেও ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, গাজায় কোনও যুদ্ধবিরতির চুক্তি নিয়ে সমঝোতা হয়নি। যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে, তা মিসরের প্রস্তাবের একটি তুলনামূলক নমনীয় সংস্করণ। এতে এমন সিদ্ধান্তের কথা বলা হয়েছে, যা ইসরায়েল মেনে নেবে না।