যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ব্যান্ডতারকা শাফিন আহমেদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় ভার্জিনিয়ার দার আল নুর ইসলামিক কমিউনিটি মসজিদে তার জানাজা হয়।
জানাজায় প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি ছিল। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সেখানকার স্থানীয় বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে আযরাফ রাকিন আহমেদ।
শাফিন আহমেদের মরদেহ আনার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে রাকিন বলেন, “বাংলাদেশে নিয়ে আসার বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনেক ধরনের প্রসেস আছে, সে প্রসেসগুলো সম্পূর্ণ করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, দেশের অন্যতম পপসংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার (২৫ জুলাই)। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসএ/দীপ্ত সংবাদ