বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা আছে। নির্বাহী বিভাগ যদি তাদের কোন অন্যায় আদেশ করে, সেটা না শুনার তাদের অধিকার আছে। শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে কমিশন গঠন করতেন, যারা শেখ হাসিনার কৃতদাস হিসেবে কাজ করতেন।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর জেলা বিএনপির আলাইপুরে অস্থায়ি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই রকমই মানুষের প্রত্যাশা, ভোটারারা নির্বিঘ্নে ভোট দিতে যাবে, ভোটের পরিবেশ থাকবে শান্তিপূর্ন। যেটার জন্য জনগণ আমাদেরকে সব সময় সমর্থন দিয়েছে। জুলাই আগষ্টে ছাত্রজনতার যে আন্দোলন করেছে সেটাও ছিলো গনতন্ত্রের আন্দোলন। সেটা ছিলো ফ্যাসিবাদ পতনের আন্দোলন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক দেওয়ান শাহিন, সদস্য রুহুল আমিন তালুকদার টগর, এমদাদুল হক আল মামুনসহ নেতা কর্মিরা।
উল্লেখ্য, নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় গত বুধবার দুপুরে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দেয় বিএনপির নেতাকর্মীরা। পরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সাহেদুল/আল