বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।
রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটি কুচক্রীমহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। অনেক ইস্যুতে বিএনপি বিরোধিতা আছে, তার মানে এই না যে বিএনপি সংস্কার বিরোধী। অনেক সংস্কার সুপারিশ বাস্তবায়ন করা কঠিন, তারপরও বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি একমত হয়েছে।
তিনি আরও বলেন, ‘কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে। কিন্তু বাস্তবতা হলো—জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে থাকা এবং জুলাই–আগস্ট বিপ্লবের পক্ষের শক্তি না থাকা মহলই নির্বাচন বিলম্বে পায়তারা করছে। জুলাই সনদের বিরোধিতা বিএনপি কখনো করেনি।
তিনি আরও বলেন, সংস্কার নিয়ে বিএনপি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে, বিএনপি তা সমর্থন করে না।’
দীর্ঘ প্রায় দেড় যুগ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বিএনপি শুধু টিকে থাকেনি বরং অধিকতর শক্তিশালী ও জনপ্রিয় হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, শত শহীদের রক্তে, গুম, খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আর লাখো নেতাকর্মীর অবর্ণনীয় দুঃখ–শোকে বিএনপি ঐক্য আরও দৃঢ় হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তি ও সমর্থ এবং দীর্ঘ দিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বিএনপি দেশে আবারো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি এ নেতা বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।
এসএ