রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মোমেনবাগ এলাকায় নিজ বাড়িতে স্বামী–স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ জুন) মধ্যরাতে আড়াবাড়ি বটতলার ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) তৌহিদুল হক মামুন
নিহতরা হলেন– জনতা ব্যাংকের সাবেক গাড়িচালক শফিকুর রহমান (৬০) ও তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম দম্পতি পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলায় নতুন একটি চারতলা বাড়ি তৈরি করেছেন। ভবনের দুই তলায় তারা থাকতেন আর নিচতলায়, তিনতলা ও চার তলায় ভাড়া দেওয়া আছে। এই দম্পতির ছেলে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আব্দুল্রাহ আল মামুন ও তাঁর স্ত্রীও ওই বাসায় থাকেন। তবে বুধবার রাতে ইমন তাঁর দাদাবাড়ি ফেনী এবং তাঁর স্ত্রী নিজের বাবার বাড়িতে বেড়াতে যান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আজ সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভবনের পার্কিংয়ে পাওয়া যায় শফিকুরের গলা কাটা মরদেহ। দোতালায় শোয়ার কক্ষে ফরিদার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) তৌহিদুল হক মামুন বলেন, দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসেছে তারা আলামত সংগ্রহ করছে।আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানাতে পারব।
ঘটনাস্থল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান শেলী জানান, হত্যাকাণ্ডের ধরণ ও আলামত দেখে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির ওয়ারি বিভাগের উপ–কমিশনার মো. ইকবাল হোসাইন বলেন, এই হত্যাকাণ্ডটি ডাকাতি কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেই বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসার আলমারি খোলা পাওয়া গেছে।
এসএ/দীপ্ত সংবাদ