বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতিসহ ১০দফা দাবিতে যশোরের শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা করেছে স্থানীয় যুবলীগ–ছাত্রলীগ। শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে।
এতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে পুলেরহাট এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। দুই ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তিনি বলেন, আমরা যুদ্ধ নয় মানুষের অধিকারের রাজনীতি করতে এসেছি। আমরা হিংসার রাজনীতির বিরুদ্ধে ভালোবাসার চর্চা করতে চাই। সংকীর্ণতার রাজনীতির বিরুদ্ধে উদারতার রাজনীতি করতে চাই। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবো। তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। এরপর জনগণ একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে তার পছন্দের দলকে বেছে নেবে।
আফ/দীপ্ত সংবাদ