রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

যশোরে রিকশাচালককে নারী আইনজীবীর জুতাপেটা, ভিডিও ভাইরাল

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে জুতাপেটা করেছে আরতি রাণী ঘোষ নামের এক আইনজীবী। রবিবার (৭ মে) দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। যার ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত ওই আইনজীবী রিক্সা চালককে চড় থাপ্পর মারছেন এবং লাল গেঞ্জি পরিহিত এক যুবক ওই রিকশা চালককে রক্ষা করার চেষ্টা করছে। ওই ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী লাগাতারভাবে রিকশাচালককে চড়-থাপ্পর মেরে যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এসময় ওই রিকশাচালক তার বাহনটি নিয়ে চলে যান।

আইনজীবী আরতি রানী ঘোষের দাবি, তিনি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারপিট করেন।

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পুজো করবো?’ একইসাথে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচে আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

এদিকে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক। একইসাথে আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More