জামালপুরে দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া উৎপাদন বন্ধ আছে।
সোমবার (৯ মে) রাতে সার কারখানার অ্যামোনিয়া পাম্পে লিকেজ দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানার কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) সাইদুর রহমান জানিয়েছেন, পাম্পের লিকেজ মেরামত করতে টেকনিক্যাল টিম কাজ করছে। প্ল্যান্টের পাম্প মেরামত করতে আরও এক–দুই দিন লাগতে পারে।
দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএফসিএল গড়ে প্রতিদিন ১৭০০ মেট্রিক টন সার উৎপাদন করতে সক্ষম। আর এই যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়া উত্তরবঙ্গের ১৮ জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে।
আফ/দীপ্ত সংবাদ