ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বলের দখলে কিছুটা পিছিয়ে থাকলেও দফায় দফায় আক্রমণে সিটিকে নাজেহাল করে তোলে ইউনাইটেড। তবে স্ট্রাইকারদের ব্যর্থতার সঙ্গে সিটি রক্ষণের দাপটে গোল পায়নি তারা। বেশ কয়েকবার আক্রমণে গিয়ে ব্যর্থ হয়েছে সিটিজেনরাও। তাতে শেষ পর্যন্ত জালের ঠিকানা না পেয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ড্র করে পয়েন্ট হারাল সিটি।
৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানসিটি। চেলসির চেয়ে এক পয়েন্ট পেছনে। ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম।
চলতি মৌসুমে বাজে সময় কাটানো ম্যানসিটি ও ম্যানইউর কেউই এদিন পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি।