সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন মোস্তাফিজুর রহমান। ভালো পারফর্ম করার পরও আসন্ন ২০২৫ আইপিএলে মোস্তাফিজকে রিটেইন করেনি চেন্নাই। যার অর্থ, আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তাঁর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির আইপিএল প্লেয়ার রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) শেষদিন।
টুর্নামেন্টের নতুন নিয়মানুযায়ী প্রতিটি দল পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল। তবে চেন্নাই ধরে রেখেছে পাঁচজনকে। সেই ৫ জনের তালিকায় নেই বাংলাদেশের মোস্তাফিজ।
চেন্নাই সুপার কিংস
যাঁরা থাকছেন: রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি
ছেড়ে দেওয়া খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, শার্দূল ঠাকুর
নিলামে খরচ করা যাবে: ৫৫ কোটি রুপি
উল্লেখ্য, নভেম্বরে হতে পারে আইপিএল আসন্ন আসরের মেগা নিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা।
এসএ