ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায় পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে দাগনভূঞা–মাইজদী সড়কের মোক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন– নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের মো. বাহার উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে আবুল আল রবিন (২৫)। তারা দুজন মামা–ভাগ্নে। এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয়রা জানান, সোমবার বিকালে কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে দাগনভূঞার দিকে আসছিলেন মেহেদীসহ আরো কয়েকজন। তারা মাইজদী সড়কের মোক্তার বাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়৷ এতে দুই মোটরসাইকেল থেকে ৫ আরোহী পড়ে যায়। তাৎক্ষণিক তাদের গুরুতর জখম অবস্থায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদি ও রবিনকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
আবদুল্লাহ আল–মামুন/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ