পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্নিঝড় মোখা উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।
রবিবার (১৪ মে) সকাল সাড়ে সাতটা থেকে উপকূলীর এলাকায় গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের তীব্রতা তেমন একটা না থাকলে নদ–নদীর পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে।
ঘূর্নিঝড় মোখা রবিবার দুপুর তিনটার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ০৮ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে ঘূর্নিঝড় মোকাবেলায় জেলায় ৭০৩ টি আশ্রয়ন কেন্দ্র, ২৬ টি মুজিব কিল্লা, ৮৭০০ সিপিপি, শুকনো খবার, সুপেয় পানি ও ৭৬ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পায়রা বন্দর ঘূর্নিঝড় সংক্রান্ত দুটি কমিটি গঠন করেছে।
আফ/দীপ্ত সংবাদ