যেসব এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা‘ আঘাত হানতে পারে সেসব এলাকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগ ও সমন্বয় সাধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখাকে (ভবন নং–৩, কক্ষ নং–১৩/খ, ই–মেইল: adminwelf@mopa.gov.bd ফোন: ৯৫৪৯৬২১, সেল নম্বর– ০১৭৬২৪২১২৭৫) কন্ট্রোলরুম হিসেবে ঘোষণা এবং ৯ জন কর্মকর্তা/কর্মচারিকে কন্ট্রোল রুমের দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ এবং সমন্বয় করবেন বলেও এতে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) রিপন চাকমা অবহিত করবেন। উল্লিখিত কার্যক্রমের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এতে আরও বলা হয়, এ শাখার সিনিয়র সহকারী সচিব তোফাজ্জল হোসেন প্রতিদিনের দায়িত্বের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারিকে অবহিত করবেন। জরুরি প্রয়োজনে তিনি যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা)-এর সাথে যোগাযোগ রক্ষা করবেন। কল্যাণ শাখা খোলা রাখা, গাড়ি সরবরাহসহ উপসচিব (প্রশাসন–৪ শাখা) সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
এফএম/দীপ্ত সংবাদ