মেহেরেপুর সদর উপজলায় মাটি কাটতে গিয়ে কামানের গোলা পাওয়া গেছে।
রবিবার (২৫ আগস্ট) সকালে কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভরৈব নদী তীররে মাটি খননের সময় এটি পাওয়া যায়। গোলাটি উদ্ধার করছেে পুলশি। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১ টার দিকে কালাচাঁদপুর গ্রামের নদীর মাটি অপসারণের লক্ষ্যে খনন কাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে কামানের গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছে পুলিশের কর্তা ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, ১৯৭১ সালে এ এলাকায় বেশ কটি গোলাবারুদ বিস্ফোরিত হয়। রবিবার গোলাবারুদ সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
জাকির/ সুপ্তি/ দীপ্ত সংবাদ