মেহেরপুর সড়ক দুর্ঘটনায় বায়জিদ হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থী স্কুল ছাত্র নিহত। এ ঘটনায় আরও দুই জন আহত হয়।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টার শহরের কায়েম কাটা মোড়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত স্কুল ছাত্র সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে তিন জন ছাত্র মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে মেহেরপুর শহর থেকে মনোহরপুর যাওয়ার পথে কায়েম কাটা মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারা সড়কের উপর ছিটকে পরে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দশম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী বায়জিদ কে ইমারজেন্সি মেডিকেল অফিসার মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন: মেহেরপুরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জাকির/মোরশেদ আলম/দীপ্ত নিউজ