মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মমিনুল ইসলাম(৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে এবং একই পরিবারের আরও তিনজন ভর্তি রয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।
মমিনুল ইসলাম গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের সালদহ গ্রামের মৃত তেতুল মণ্ডলের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘ডায়রিয়া আক্রান্ত হয়ে সকালে মমিনুল ইসলাম তার স্ত্রী শাহার বানু, ছেলে সুমন ও পুত্রবধূ মমতাজ হাসপাতালে ভর্তি হন ।‘
মমিনুলের ছেলে সুমন জানান, ‘সন্ধ্যায় বাবার অবস্থার অবনতি হলে ইমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে বারবার জানানোর পরেও তারা এগিয়ে আসেননি। শুধুমাত্র একটি ডায়রিয়া স্যালাইন দিয়েছে তারপরে ডাক্তার এবং নার্সরা কোন খোঁজ-খবর নিতে আসেননি।‘
নার্সদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, স্যাররা দেখে গেছেন এখানে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মারুফ জানান, ‘ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায়নি। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।‘
জাকির হোসেন/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ