বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে নির্ঘুম রাত পার করছেন মেহেরপুর জেলার সাধারণ মানুষ। দিনে কিছুটা বিদ্যুৎ থাকলেও রাতে দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কবলে থাকছে জেলার বেশিরভাগ এলাকা। আর এতেই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে শহর–গ্রামগঞ্জের সাধারণ মানুষকে।
বিদ্যুতের সাথে বেড়েছে তীব্র তাপদাহ যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। একটু স্বস্তির আশায় চার্জার ফ্যান যখন ভরসা হয়ে উঠেছে তখন মেহেরপুরের বাজারে দেখা দিয়েছে তীব্র ফ্যান সংকট। গত দুই সপ্তাহ ধরে মেহেরপুরের ইলেকট্রনিক দোকানগুলোতে নেই কোনো চার্জার ফ্যান। দোকানিরা বলছেন, ডিলার পর্যায় থেকে ফ্যান না পাওয়ার কারণে সাধারণ ক্রেতাদের ফ্যান দিতে পারছিনা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে চার্জার ফ্যান কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকলেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
এ জেলার ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে সিলিং ফ্যান, টেবিল ফ্যান ও চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এরই সুযোগে কারসাজি করে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি। যদিও দোকানিরা বলছেন চাহিদা অনুযায়ী তারা ফ্যান পাচ্ছেন না।
জাকির হোসেন/এমি/দীপ্ত নিউজ