আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ। এসময় বাজারে দেখা মিলবে ফলের রাজা আমের। তাই জেলায় জেলায় এখন আম পাড়ার ধুম। এবার সে চিত্র দেখা মিলবে মেহেরপুরেও। মেহেরপুরে কবে আম পাড়া হবে সে তারিখ জানালেন জেলা প্রশাসক।
সোমবার (৮ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং সভায় ১৫ মে আম পাড়ার তারিখ হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ মনিটরিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী, ১৫ মে গুটি ও বোম্বাই আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ২৮ মে, ৫ জুন আম্রপালি এবং ২০ জুন ফজলি জাতের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বর্তমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আম সংগ্রহের তারিখ আরও এগিয়ে নেয়ার দাবি রাখেন ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় কৃষি কর্মকর্তা, বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির পরামর্শ মোতাবেক পরবর্তীতে আম সংগ্রহের তারিখ পরিবর্তিত হতে পারে বলে জানান জেলা প্রশাসক।
সভায় বিষাক্ত কেমিক্যাল মেশানো, অপরিপক্ক আম বাজারজাতকরণসহ যেকোনো প্রকার অসাধু উপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপেপ কথা জানানো হয়।
এমি/দীপ্ত সংবাদ