মেহেরপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পলিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসের একটি টিম বাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আগুন নেভানোর কৌশল মহড়া দেয়।
এ সময় স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, সহকারী কমিশনার( ভুমি) মাজহারুল ইসলাম, জেলা রোভারের সেক্রেটারি ফররুক আহমেদ, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ