১১
চার ম্যাচে তৃতীয় গোল করে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হার এড়ালেন লিওনেল মেসি। টরন্টো এফসির বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে তার দল।
ফ্লোরিডার স্টেডিয়ামে ম্যাচজুড়ে প্রায় দুই ডজন আক্রমণে টরন্টো রক্ষণকে নাজেহাল করে তোলে মিয়ামি। তবে গোল পেতে বেশ দেরি হয়। তার আগেই প্রথমার্ধের যোগ হওয়া সময়ে এগিয়ে যায় টরন্টো। এর তিন মিনিট পরই ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন মহাতারকা মেসি। বাঁ পায়ের চিরচেনা ভলিতে বল জালে পাঠান তিনি।
ছয় ম্যাচে চার জয়ে ১৪ পয়েন্ট নিয়ে মিয়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।