রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

মেসি-রোনালদোর ম্যাচের টিকেটের দাম ২৫ কোটি ৫৭ লাখ টাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৯ জানুয়ারি সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামের সবুজ গালিচায় দেখা যাবে, ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ। আকাশ ছোঁয়া দাম চাওয়া হচ্ছে এই ম্যাচের একটি বিশেষ টিকিটের। বাংলাদেশি টাকায় যার পরিমান ২৫ কোটি ৫৭ লাখ টাকা।

সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপের গড় টিকেটের দাম ছিলো প্রায় ৬৬ হাজার টাকা। যা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি। আর ২০২২ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ক্যাটাগরি ওয়ানের একটি টিকেটের দাম ছিলো ৭৮ হাজার টাকা।

তবে আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে, অনুষ্ঠিত হতে যাওয়া, ফরাসি ক্লাব পিএসজি আর আল হেলাল-আল নাসর দলের সমন্বয়ে গঠিত, অল স্টার একাদশের বিপক্ষে ম্যাচের একটি বিশেষ টিকেটের দাম শুনলে, যে কারোর-ই চোখ কপালে ওঠার কথা।

বিশেষ এই টিকিটের জন্য নিলামের আয়োজন করেছিলো সৌদি ফুটবল ফেডারেশন। গত ৯ জানুয়ারি এই টিকিটের ভিত্তিমূল্য হাঁকা হয় ১০ লাখ রিয়াল। সৌদি এক ব্যবসায়ী যার দাম তুলে দেন ৯০ লাখে। শেষ পর্যন্ত দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান, আজম টেক কোম্পানির স্বত্বাধিকারী মুহাম্মদ আল মুনাজেম, বিশেষ টিকিটের দামটা ৯৩ লাখ রিয়ালে দাঁড় করান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ কোটি টাকা।

এই টিকিটের ক্রেতা উপস্থিত থাকতে পারবেন পুরস্কার বিতরণী মঞ্চে। ড্রেসিংরুমেও থাকবে তার প্রবেশাধিকার। এছাড়া তিনি কথা বলতে পারবেন মেসি-রোনালদোর সঙ্গেও।

মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে, অনলাইনেও ম্যাচের টিকিটের জন্য অনুরোধ জমা পরেছে ২০ লাখ। অথচ গ্যালারির ধারণক্ষমতা ৬৮ হাজার। টিকিট বিক্রির অর্থ সৌদি আরবের জাতীয় চ্যারিটি এহসান ফান্ডে জমা করা হবে। যেখান থেকে দুস্থ ও এতিম ছাত্রছাত্রীদের কল্যাণে অর্থ ব্যয় করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More