রুদ্ধশ্বাস এক ফাইনালের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। কাতার বিশ্বকাপের ফাইনালের পর এবারও লাইমলাইটে লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা নয়, নতুন ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে।
শিরোপা নির্ধারণের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই না হলে চলে? রীতিমতো স্নায়ুক্ষয়ী শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখলেন ফুটবলভক্তরা। নির্ধারিত সময়ে ১–১ সমতা, এরপর টাইব্রেকারে প্রথম পাঁচটি শটে ৪–৪, পরবর্তী চার শটে ৪–৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শ্যুট আউটে ১–০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মেসির মায়ামি।
ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে প্রথমবারের মতো ইতিহাস গড়তে নেমেছিল মায়ামি। জয় পেলে ইতিহাস হতো স্বাগতিক ন্যাশভিলেরও। মাঠে বসে ৩০ হাজার দর্শক পুরো ম্যাচে দেখেছেন টান টান উত্তেজনাপূর্ণ এক লড়াই। বলতে গেলে একেবারে পয়সা উসুল ম্যাচ!
এক মাসের মাঝেই ইন্টার মায়ামিকে জেতালেন ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা! যুক্তরাষ্ট্রেও প্রতিষ্ঠিত হলো এই আর্জেন্টাইন মায়েস্ত্রোর অত্যুঙ্গস্পর্শী প্রভাব। তলানির দল পাল্টে গেলো এক মাসেই। মেসির ছোঁয়ায় ইন্টার মায়ামি এখন ‘চ্যাম্পিয়ন’। আর এলএমটেন? ক্যারিয়ারের ৪৪তম শিরোপা জিতে আনুষ্ঠানিকভাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলারের নামই এখন মেসি।
আল/ দীপ্ত সংবাদ