সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদউত্তীর্ণ স্যালাইন দিয়ে বানানো ‘শরবত’ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা সহ পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মা পারভিন ও মেয়ে রিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন, কাইয়ুম উদ্দিনের স্ত্রী পারভীন খাতুন, তাদের মেয়ে রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।
আরও পড়ুন: এবার সুন্নতে খৎনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতার করার সময় মহল্লার দোকান থেকে স্যালাইন কিনে সরবত তৈরী করে মা পারভীন খাতুন। এবং সেটাই ইফতারের সময় সবাই মিলে খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। ক্রমেই অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক এ সময় জিমহাকে মৃত ঘোষনা করে। বাকিদের জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর পাঁচজন রোগী হাসপাতালে আসে। তাদের বক্তব্য অনুযায়ী খাবার স্যালাইন খেয়েই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে জিমহা নামের শিশুটি মারা যায়। বাকি চারজন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে মা পারভিন ও মেয়ে রিয়ার অবস্থা আশঙ্কাজনক।
সিরাজুল / আল / দীপ্ত সংবাদ