রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন আজ।
শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে এর উদ্বোধন করবেন।
এরপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মেট্রোরেলে করে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রধানমন্ত্রী এমআরটি লাইন–ফাইভ উত্তর রুটের নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর–১০ ও গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।
উত্তরা–মতিঝিল রুটে ৫ নভেম্বর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করবে। সকাল সাড়ে ১১টার পর মতিঝিল–আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং উত্তরা–আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
এসএ/দীপ্ত নিউজ