মেহেরপুরের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করণ করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে ৫০ শয্যায় উন্নতি করনের উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে এর উদ্বোধন করেন। এসময় সেখানে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভায় যোগদেন তিনি। আলোচনা সভায় সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দীকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সহ অন্যন্যরা। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার শুরু থেকে ৩১ শয্যা নিয়ে এই এলাকার মানুষকে সেবা দিয়ে আসছিলো। সেটি উন্নতি করণ করে ৫০ শয্যায় রুপান্তরিত করা হয়।
আল/দীপ্ত সংবাদ