আরো তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।
এ নিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও পুলিশের পিস্তল ছিনতাই মামলাসহ তার বিরুদ্ধে দায়েরকৃত সাতটি মামলাতেই জামিন পেলেন তিনি।
জহির উদ্দিন স্বপনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পৃথক সাতটি মামলায় তার মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজকের তিনটি মামলাসহ ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
এরমধ্যে দুটিতে তিনি হাইকোর্ট ও দুটিতে সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন। সবগুলো মামলায় জামিন পাওয়ার ফলে তার কারামুক্তিতে কোনো বাধা থাকল না।
আরও পড়ুন: নির্বাচনে না আসায় বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে: কাদের
এর আগে, গত ৩০ জানুয়ারি জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।
২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুপ্তি/ দীপ্ত নিউজ