শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

মুক্তি পেল নতুন ওয়েব ফিল্ম ‘শহরে অনেক রোদ’ টিজার

অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অবশেষে অনেক প্রতীক্ষার পর জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, সাবিলা নূর অভিনীত ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’ এর টিজার মুক্তি পেয়েছে। যেখানে জনপ্রিয় খায়রুল বাসার বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।

আসছে ঈদে মুক্তি পাবে মিজানুর রহমান আরিয়ানের নতুন ওয়েব ফিল্ম ‌‘শহরে অনেক রোদ’। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট।
ছবির গল্পটা অনেকটা এমন, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা ও খালু। নিঃসন্তান এই দম্পতির কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা। কারণ মনে মতো মেয়েই যে খুঁজে পাচ্ছে না সে!

অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি!

নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক মনে।

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ফিল্মটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More