মিস ইউনিভার্স মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন। প্রথমবার দেশটির কোনো প্রতিযোগী এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। ২০২৫ সালে ফিলিস্তিনের এই ঐতিহাসিক যাত্রার প্রতিনিধি হচ্ছেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী দুবাই প্রবাসী নাহিন আইয়ুব। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।
২৭ বছর বয়সী এই সুন্দরী মডেল মূলত পশ্চিমতীরের রামাল্লা এলাকার বাসিন্দা। ২০২২ সালে তিনি ‘মিস প্যালেস্টাইন‘ খেতাব অর্জন করেন। একই বছর প্রথম ফিলিস্তিনি হিসেবে ‘মিস আর্থ‘ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ ৫ জায়গা করে নেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত।
সম্প্রতি ইনস্টাগ্রামে নাহিন আইয়ুব লিখেন, ‘গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’
‘মিস ইউনিভার্স‘ প্রতিযোগিতায় ফিলিস্তিন এমন এক সময় অংশগ্রহণ করছে যখন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ড রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নিবেন।
এসএ