কুমিল্লায় মিশ্র ফলের বাগান করে সফলতা পাচ্ছেন কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। চাষ বাড়াতে উদ্যোক্তাসহ কৃষকদের সব ধরণের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে ২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেন সাইফুল ইসলাম ফরহাদ। বছরে এক লাখ টাকার বেশি খরচ কোরে বিক্রি করেন ৩ লাখ টাকারও বেশি ফল ও সবজি। বর্তমানে তিনশোর বেশি লেবু, একশোর বেশি পেয়ারা, টকমিষ্টি বরইয়ের সাথে লাউ ও শিম চাষ করেছেন এই তরুণ উদ্যোক্তা।
ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় মিশ্র ফলবাগানে বিভিন্ন সবজি চাষ করেছেন আরও অনেকে। উঁচু ও পতিত জমিতে কম খরচে জৈব সার ব্যবহার করে চলছে আবাদ। এ পদ্ধতিতে জমির সর্বোচ্চ ব্যবহার হয়। তাই এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সাড়ে ৬ হাজার হেক্টরের মতো জমিতে মিশ্র ফল বাগান আছে কুমিল্লায়।