বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে ঠাকুরগাঁও আদালতে মেহেদী হাসান রনি(২৭) নামের এক যুবকের বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার(৩১ আগষ্ট) দুপুরে জেলা ঠাকুরগাঁও অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.রমেশ কুমার ডাগার কোর্টে বাদী হয়ে এই মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড.জয়নাল আবেদীন।
মামলায় অভিযুক্ত আসামী মেহেদী হাসান রনি(২৭) রংপুর পীরগাছা উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে।
মামলার বিবরণে যানা যায়, ২৭ আগস্ট মেহেদি নিজ ফেসবুকে বিএনপি মহাসচিবের নামে মিথ্যা, বানোয়াট একটি পোস্ট করেন। যেখানে উল্লেখ থাকে সরকারের তহবিল থেকে ৫০ লক্ষ টাকা মূল্যের চেক নিয়ে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল। তার এই ভূয়া জাল চেকের ছবির কারনে দলের মহাসচিব এবং তার স্ত্রীর দেশ, জাতি ও জনগনের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে।
এরই লক্ষে ন্যায় বিচারের স্বার্থে দন্ডবিধি ৫০০/৫০০১ ধারায় মেহেদির বিরুদ্ধে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোটে ৫শ কোটি টাকার মানহানি মামলা করেন অ্যাড.জয়নাল আবেদীন।
এসএ/দীপ্ত নিউজ