সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। ইনিংসের প্রথম বলেই দীপক চাহারকে উইকেট দিয়ে এসেছেন শান্ত। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার হাতে ক্যাচ দেন তিনি। তাতে শূন্য রানেই ফিরে যেতে হয় শান্তকে।
মাঝখানে লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ওয়াশিংটনের বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়ে আউট হন লিটন। হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে লিটনকে ফিরতে হয় ৪১ রানে। লিটনের বিদায়ে ভাঙে সাকিবের সঙ্গে ৪৮ রানের জুটি। লিটনের পর আউট হয়েছেন সাকিবও।
একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছে বাংলাদেশ।
এরপর শুরু হয় মিরাজের ‘ম্যাজিক’। দিপক চাহার, শার্দুল ঠাকুরদের বিপক্ষে সাহসী ব্যাটিং করে স্কুপ, পুল, ফ্লিক সব মিলিয়ে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন তিনি। মুস্তাফিজও তাকে দারুন সঙ্গ দেন। প্রয়োজনে অনেক বলে সিঙ্গেলের সুযোগ পেয়েও নেননি তারা।
শেষ পর্যন্ত ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লিটনের দল।