রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনতলা পোশাক কারখানার বিভিন্ন স্থান থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আনা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে বলেন, তিনতলা পোশাক কারখানার ভেতরের বিভিন্ন জায়গা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানাই। সব মরদেহ এখন ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— একতলা টিনশেড কেমিক্যাল গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের তিনতলা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।