মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জন হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে দেশটির সাগাইং অঞ্চলে একটি গ্রামকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। মিয়ানমারের বিরোধীগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস–পিডিএফের অফিস উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনে এলাকাটি পূর্ণ ছিল। এসময় বিমান হামলা চালানো হয় বলে জানায় সেখানকার বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর এক সদস্য রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় দপ্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়। তিনি বলেন, ‘‘ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়৷ আমরা সব মরদেহ এখনও উদ্ধার করতে পারিনি৷”
২০২১ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী৷ এরপর থেকে সে দেশে চলছে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন৷ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ নিয়মিতই উঠছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে৷
যূথী/দীপ্ত সংবাদ