মিয়ানমার থেকে সাড়ে ২৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী এম ভি গোল্ডেন স্টার ও মিয়ানমারের কোস্টাল জাহাজ এমসিএল-১৯ নামের দুইটি জাহাজ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে জাহাজ দুটিকে চট্টগ্রাম বন্দর জেটি ৯ এবং ছোট কোস্টাল জাহাজটি গ্রীনসেলো জেটিতে ভিড়ানো হয়েছে। এর মধ্যে গোল্ডেন স্টারে ২২ হাজার মেট্রিক টন এবং এমসিএল-১৯ এ ২ হাজার ৫০০ মেট্রিক টন চাল রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জি টু জি পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চালের এই প্রথম চালানটি চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে আসে।
আমদানি করা এসব চাল পরীক্ষার পর খালাসের অনুমতি দেয়া হবে।
রুনা আনসারী / এজে