গভীর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বঙ্গোপোসাগর উত্তাল হয়ে ওঠায় সব ধরনের অপারেশনাল কাজ বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দর ভবনের বোর্ডরুমে আয়োজিত জরুরী বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, অপারেশনাল কাজ বন্ধ ঘোষণার পাশাপাশি বন্দরের সবধরনের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করে স্ব স্ব ডিপার্টমেন্টে অবস্থান করতে বলা হয়েছে।
মাদার ভেসেলগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেয়া ছাড়াও বন্দর চ্যানেলের আশপাশে থাকা সব ধরনের লাইটার জাহাজকে কর্ণফূলী নদীর উজানে গিয়ে নিরাপদে অবস্থান নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অপারেশন কাজে ব্যবহৃত সব ধরনের যন্ত্রাংশ নিরাপদে সরিয়ে নেয়াসহ টার্মিনালগুলোর নিরাপত্ত্বা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর প্রশাসন ও পরিকল্পনা বিভাগের সদস্য হাবিবুর রহমান জানিয়েছেন, আবহাওয়া অফিসের সঙ্গে সমন্ময় করে ঝড় পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে বন্দর চালু করার ব্যাপারেও প্রস্তুতি নেয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ