চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৪০ ফুটের এক কন্টেইনার ভর্তি বিদেশি মদ জব্দ করেছে এনএসআই। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বন্দরের পিসিটি টার্মিনাল থেকে মদ ভর্তি কন্টেইনারটি জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইফুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৪০২টি কার্টনে ১৬ হাজার ৮২৪ বোতল মদ রয়েছে।
এনএসআই জানায়, ঢাকার বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের নামে গার্মেন্টস এক্সেসরিজ ঘোষণা দিয়ে কন্টেনারটি আমদানি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করতে অনুরোধ জানায় এনএসআই। বিকেলে মদের অস্তিত্ব পায় কাস্টমস।
সাইফুল হক জানান, বন্দর থেকে বের করে নগরীর ইপিজেড এলাকার একটি প্রাইভেট আইসিডিতে নেয়ার চেষ্টা হয়ে ছিল কন্টেইনারটি। মূলত ৪০০ শতাংশের বেশি শুল্কহার থাকায় দীর্ঘদিন ধরে মিথ্যা ঘোষণায় বিদেশি মদ আমদানি করছে একটি চক্র।
এমি/দীপ্ত