ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা) মিডিয়া কাপ ২০২৪ “গ্লোবাল টিভি” কে হারিয়ে শুভ সূচনা করেছে চ্যানেল “দীপ্ত টিভি”।
বুধবার (৬ই মার্চ) বনানী মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে “গ্লোবাল টিভি”। “দীপ্ত টিভি” বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে “গ্লোবাল টিভি” সংগ্রহ ৭৭ রান করে।
জবাবে, দক্ষ ব্যাটিং এ ৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় “দীপ্ত টিভি”। দলের হয়ে ব্যাট হাতে অপরাজিত থেকে ২৪ রানের ইনিংস এবং ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান সারোয়ার জাহান রুবেল (দীপ্ত মার্কেটিং)।
এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেল “দীপ্ত টিভি”। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) “বাংলািভশন” এর মুখোমুখি হবে “দীপ্ত টিভি”।