ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে থাকেন আলোচনা-সমালোচনার শীর্ষে। সম্প্রীতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্র নায়িকা মাহিয়া মাহির গেফতার প্রসঙ্গে নিজের ফেসবুক পেইজে প্রতিবাদ জানান তিনি।
পরি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন—
“এইটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাবো আমরা …..
দেখছেন মাহীর দিকে। বুক কাঁপলো না আপনাদের!
একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে!
আইনের এই খেলা বন্ধ হোক।
মাহীকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক। ✊”
এর আগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগে প্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্র নায়িকা মাহিয়া মাহিকে দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গ্রেপ্তার করে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করে মাহিয়া মাহিকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।
কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলল নায়িকার। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন।
আল/দীপ্ত