রহস্য, সম্পর্ক ও প্রতারণার জটিল গাঁথুনিতে টানটান উত্তেজনায় এগিয়ে চলেছে দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক নাটক—‘দেনা–পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা–পাওনা’ থেকে অনুপ্রাণিত এ নাটক এখন দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সাম্প্রতিক পর্বে দেখা যায়, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ওসমান বাঁচে পারমিতার দৃঢ়তায়, আর সেই সাথেই ফাঁস হয় রহমানের অন্ধকার ব্যবসার ভেতরের চিত্র। অন্যদিকে, একই ঘটনায় নিজ স্বার্থসিদ্ধিতে ব্যর্থ হয়ে মুখোশ খুলে পড়ে মাহাতাবের। নিজে বাঁচতে গিয়ে পারমিতাকে জানায়— ইরফান এখনো বেঁচে আছে!
কিন্তু প্রশ্ন হলো— মাহাতাব কি সত্য বলছে? নাকি এটিও আরেকটি ফাঁদ? পারমিতা যেমন পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তেমনি সম্পূর্ণ অবিশ্বাসও করতে পারে না। এই ধোঁয়াশার ভেতরই দর্শকদের সামনে এখন বড় প্রশ্ন– সত্যিই কি ফিরে আসছে ইরফান?
আফিফা মোহসিনা অরণির চিত্রনাট্য ও কলিন রড্রিকের সংলাপে নির্মিত এ নাটকটি পরিচালনা করছেন আশিস রায়। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন—আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভীর সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, মনির আহম্মেদ শাকিল, শিবলী নওমান, তিশা চৌধুরী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া এবং আরও অনেকে। লাইন প্রোডিউসারের দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম জাহিদ।
‘দেনা–পাওনা’ নাটকটি প্রতি রাত ৯:৩০টায় দীপ্ত টেলিভিশনে সম্প্রচার হচ্ছে। এছাড়া দীপ্ত প্লে ও ইউটিউবেও দেখা যাচ্ছে রাত ১০টায়।