নারীদের ইমার্জিং এশিয়া কাপে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী “এ” দল। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়ার ইনিংস থেমেছে ৮ উইকেটে ৫১ রানে।
হংকংয়ের মংককে সোমবার (১২ জুন) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লতা মন্ডল। শুরুতেই কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, মুর্শিদা খাতুনের ৪৪ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
লক্ষ্য তারা করতে নামলে, নিজেদের প্রথম বলেই উইকেট হারায় মালয়েশিয়া। এরপর পুরো ইনিংসেই নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ৫১ রানেই আটকে রাখেন টাইগ্রেস বোলাররা। ৭ রান খরচায় ইনিংস সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন লেগ স্পিনার রাবেয়া খান।
ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন। আগামী ১৪ই জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
ইমাম/দীপ্ত নিউজ