মালয়েশিয়া প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস‘কে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় প্রধান উপদেষ্টা পুত্রজায়া অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
‘গার্ড অব অনার‘ প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভা সদস্যদের ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এরে আগে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস।
এসএ