মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে। রবিবার (২৫ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।
এ ম্যাচ নিশ্চিতভাবে কঠিন হবে, মানছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।
জামাল ভূঁইয়াদের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট– চাপে নেই টিম বাংলাদেশ। ম্যাচের আগে শেষ অনুশীলনটা তাই হয়েছে ফুরফুরে মেজাজে, খুনসুটিতে!
২০০৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার আসরে সবশেষ মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে দুই দশক, সাফে লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। চাপের ম্যাচে বাংলাদেশ সব সময় ভেঙে পড়েছে তাসের ঘরের মতো।
তবে আশার আলো জ্বালাতে কান্তিরাভায় নামবে টিম বাংলাদেশ। একাদশে আসছে নিশ্চিত পরিবর্তন, রাকিব থাকবেন শুরুর একাদশে। সাইড বেঞ্চে জনি। মিডফিল্ড আরও মজবুত করে দুই উইং ধরে আক্রমণের পরিকল্পনা ক্যাবরেরার।
বাংলাদেশ কোচ ম্যাচের আগের দিন বলেছেন, ‘ম্যাচটা কঠিন হবে। তবে আমরা আত্মবিশ্বাসী যে জিতব। এখান থেকে পেছনে ফেরার কোনো উপায় নেই। ফুটবলাররা জানে কী করে তিন পয়েন্ট বের করে আনতে হবে। ভুল করা যাবে না।’
সাফে সম্প্রতি সুখের অতীত না থাকলেও শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়াও প্রতিপক্ষকে নিয়ে বেশ কিছুদিন ধরে কাটাছেঁড়া করছেন ফুটবলাররা। দুর্বল জায়গা খুঁজে বের করেছেন রাইটব্যাকে। ওই জায়গা দিয়েই ঘায়েল করার পরিকল্পনায় লাল সবুজ দল।
পূর্ণ/ দীপ্ত নিউজ