ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সেলের প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিবেশককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম অজয় কুমার সাহা। তিনি ভবানীপুরে অবস্থিত ‘পুষ্প ইলেকট্রনিক্স’–এর সত্ত্বাধিকারী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ দীপ্ত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সময়ে অজয় সাহা প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ৪৬৮ টাকার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নেন। বারবার তাগাদা সত্ত্বেও তিনি অর্থ পরিশোধ না করায় গত ২৬ মার্চ কালিয়াকৈর থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয় (মামলা নং–৫৩)। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মার্সেল কর্তৃপক্ষ জানায়, সারাদেশে কয়েক হাজার পরিবেশকের মাধ্যমে প্রতিষ্ঠানটি পণ্য বাজারজাত করে। বেশিরভাগ পরিবেশক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলেও, কিছু অসাধু ডিস্ট্রিবিউটরের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। তারা পণ্য নিয়ে অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারও চালায়। অর্থ আত্মসাতের ঘটনার বিপরীতে অজয় সাহাসহ আরও একজন পরিবেশক মার্সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছিলেন। তবে শুনানি শেষে বিজ্ঞ আদালত অভিযোগের ভিত্তি না পাওয়ায় মামলা দুটি খারিজ করে দেন।
মার্সেল কর্তৃপক্ষ ব্যবসায়িক পরিবেশ রক্ষা ও গ্রাহক সেবার মান বজায় রাখতে কঠোরভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।
এমবি/এসএ