রোমাঞ্চকর টাইব্রেকারে মার্টিনেজের বীরত্বে ইকুয়েডরকে ৪–২ ব্যবধানে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। একই সঙ্গে প্রথম দল হিসেবে ৪৮তম কোপার শেষ চারে আলবিসেলেস্তেরা
শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়ায় আর্জেন্টিনা–ইকুয়েডরের শেষ আটের লড়াই।
প্রথমার্ধে ১–০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে দারুণ ছন্দে থাকা লওতারো মার্টিনেজ গোল করে দলকে লিড এনে দেন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপট দখলে নেয় তরুণ দল নিয়ে কোপা আমেরিকা খেলা ইকুয়েডর। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফিরতে পারত তারা কিন্তু শেষ পর্যন্ত এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি ফিরে আসে বার থেকে। ওই ভুলও কাটিয়ে ম্যাচের ৯১ মিনিটে কেভিন রদ্রিগেজ ইকুয়েডরকে সমতায় ফেরায়।
কোপা আমেরিকায় কোয়ার্টার ও সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর এবার অতিরিক্ত ৩০ মিনিট না থাকায় এরপর ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।
আলবিসেলেস্তেদের হয়ে প্রথম পেনাল্টি নেন লিওনেল মেসি তবে তিনি ক্রসবারে মারেন। মেসির ভুল সামলে নেন গোলবারে দাঁড়ানো ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের প্রথম দুই পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। আর্জেন্টিনা হয়ে বাকি চার পেনাল্টিতে গোল করে দলকে সেমিতে তুলে নেন আলভারেজ, অ্যালিস্টার, মন্টিয়েল ও ওটামেন্ডি।
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে কোম্যান ও চুয়ামেনির পেনাল্টি সেভ করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।
এসএ/দীপ্ত সংবাদ