মারা গেলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়। ৭১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।
প্রথমে খেলোয়াড়, এরপর নির্বাচক আর পরে ভারতের কোচের ভূমিকায় ছিলেন তিনি। তার অধীনেই ২০০০ সালের আইসিসি নকআউট ট্রফির ফাইনাল খেলেছিলো ভারত।
২২ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড়। ৩০ দশমিক শূণ্য সাত গড়ে এক হাজার নয়শো ৮৫ রান করেছেন।
১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই দফায় ছিলেন ভারতের কোচ। অংশুমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বিসিসিআই সচিব জয় শাহ।
হাসিব/ আল / দীপ্ত সংবাদ