পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন । রোববার (৫ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থত ছিলেন। দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে চিকিৎসাধী ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে মোশারফের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে তার পরিবার জানিয়েছিল, ‘সুস্থ হওয়ার আর সম্ভবনা নেই’।
জেনারেল পারভেজ মোশাররফের অসুস্থতার খবর প্রথম সামনে আসে ২০১৮ সালে। ওই সময়ে এপিএমএল এক ঘোষণায় জানায় তিনি বিরল রোগ অ্যামিলোইডাইসিস এ ভুগছেন। বিরল এই রোগে শরীরের প্রত্যঙ্গগুলো এবং টিস্যুতে অ্যামিলোইড নামে বিরল প্রোটিন তৈরি হয়। এর ফলে সেগুলো ঠিকভাবে কাজ করতে পারে না।
১৯৪৩ সালের ১১ আগস্ট অবিভক্ত ভারতে দিল্লিতে জন্মগ্রহণ করেন পারভেজ মোশাররফ। ১৯৬১ সালে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধেও অংশ নিয়েছিলেন। সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতায় আসেন পারভেজ মোশাররফ। টানা নয় বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর রাজনৈতিক দলগুলোর গণবিক্ষোভের মুখে ২০০৮ সালে পদত্যাগ করেন তিনি। এর ছয় মাস পর করেন দেশত্যাগ।
এরপর ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশে ফিরে আসেন পারভেজ মোশাররফ। কিন্তু দেশে ফিরেই গ্রেফতার হন তিনি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন সাবেক এই প্রেসিডেন্ট। এক মাসেরও কম সময় পর এই রায় পাল্টে যায়। ২০১৬ সালে চিকিৎসার উদ্দেশে দুবাই যান পাভেজ মোশাররফ। এরপর থেকে নির্বাসিত জীবন সেখানেই কাটান তিনি।