বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনপ্রিয় বলিউড অভিনেতা অচ্যুত পোতদার আর নেই।

সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে থ্রি ইডিয়টসখ্যাত এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শারীরিক জটিলতার কারণে মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা। জানা গেছে তার শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার।

শারীরিক জটিলতার কারণে ভারতের ঠাণের জুপিটারহাসপাতালে অভিনেতা চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার অচ্যুত পোতদার শেষকৃত্য সম্পন্ন হরে।

দীর্ঘ ৪ দশকের অভিনয় ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের ছবিতেই তিনি অভিনয় করেছেন।

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।

২০০৯ সালে মুক্তি পাওয়াথ্রি ইডিয়টসমুভির অধ্যাপকভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে তার সংলাপ, “আরে, কেহনা ক্যা চাহতে হো”— এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘোরাফেরা করে।

প্রসঙ্গত, অভিনয় জগতে পা রাখার আগে অচ্যুত পোতদার ছিলেন অধ্যাপক। পরে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৬৭ সালে ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘ ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করে ১৯৯২ সালে অবসর নেন। ৪৪ বছর বয়সে অভিনয়ের প্রতি তুমুল আগ্রহ থেকে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More