১
মা খালেদা জিয়া‘র সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান।
শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যার পর‘ দ্য লন্ডন ক্লিনিকে‘ স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মাকে দেখতে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশবাসীর কাছেই এটাই বলব, সন্তান হিসেবে ওনার জন্য দোয়া চাই।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এসএ