বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

মায়া চৌধুরীকে আবারও শোকজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষকশিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

নোটিশে আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় নির্বাচন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর২ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশটি শনিবার (১৬ ডিসেম্বর) মায়া চৌধুরীকে দেওয়া হয়।

নোটিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম. ইশফাক আহসান একই আসনের আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে অভিযোগ করেন, গত ১৪ ডিসেম্বর বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার (.টি..) হাসানুজ্জামান লুলু জরুরী নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকাদের নৈমিত্তিক ছুটি বাতিল করে নৌকার প্রার্থী মায়া চৌধুরীর বাড়িতে সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনি আলোচনা করেন। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।

কেননা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে তদন্ত করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মায়া চৌধুরীর মনোনয়ন বাতিলসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ওই সভার ভিডিও ক্লিপে দেখা যায়ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী নৌকার প্রার্থী মায়া চৌধুরীর উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ব্যক্তিগত সহকারী মো. মামুন বলেন, আমরা এর আগে একটি নোটিশ পেয়েছিলাম এবং সেটির জবাবও দিয়েছি। নতুন কোন শোকজের কাগজ এখনো আমরা পাইনি। আদালত কোন শোকজ করলে আমরা সেটির জবাব দিবো।

রও পড়ুন চাঁদপুরে মায়া অনুসারীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১৫ সমর্থক আহত

উল্লেখ্য, এর আগেও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জবাব চেয়ে নোটিশ দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি। পরে তিনি ৬ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে ওই শোকজের জবাব দেন।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More