প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তি মামুনুর রশীদের জন্মদিন আজ।
তার জন্ম হয়েছিল ১৯৪৮ সালে। সেই হিসাবে বয়স ৭৬ পূর্ণ হলো। তবে ১৯৪৮ সালে জন্ম হলেও আজ তার ১৯তম জন্মদিন! এটা গভীর কোনও রহস্য না। লিপিয়ারে জন্ম এই জীবন্ত কিংবদন্তির।
১৯৪৮ সালের ২৯শে ফেব্রুয়ারি বরেণ্য এ নাট্যকারের জন্ম। জীবনের ৭৬ বছর পূর্ণ করছেন এই নাট্যজন। তবে তার জন্মদিন পালনের সুযোগ হচ্ছে এ নিয়ে ১৯তম বারের মতো।
২৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ৩ দিনব্যাপী ‘আলোর আলো নাট্যোৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব আয়োজনে থাকবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটকের মঞ্চায়ন, সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী ও থিয়েটার আড্ডা।
আল / দীপ্ত সংবাদ